জিপিএ-৫ সংবর্ধনা পটুয়াখালীতে অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা

 

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আজ শনিবার সকালে পটুয়াখালী শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনেছবি: প্রথম আলো

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আজ শনিবার সকাল ১০টার দিকে পটুয়াখালী শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা। উৎসবে অংশ নিতে জিপিএ-৫ পাওয়া প্রায় ৩০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে। পটুয়াখালী জেলার আটটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত দুই শতাধিক কৃতী শিক্ষার্থী।

Post a Comment (0)
Previous Post Next Post